ক্যাপশন নিউজঃ২৮জুন
বাবা মারা গিয়েছেন এক বছর হলো। তাঁর আত্মার শান্তি কামনায় সন্তান আয়োজন করলেন দরিদ্র মানুষের জন্য বিশেষ খাবারের।
মৃত্যু বার্ষিকী, সদকা, আকীকা-প্রিয় মানুষের মঙ্গল কামনায় এমন বিশেষ আয়োজন গুলো করা হয় শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে।

পবিত্র জুমার দিনেও আয়োজন হচ্ছে একাধিক দাতার এমন আয়োজন। ধর্মীয় এমন আয়োজন গুলোতে সাধারণত বিক্রির কনসেপ্ট এড়াতে বিনামূল্যে বিতরণ হয় খাবার।