উত্তরায় সাংবাদিকতার নামে প্রতারণা, থানায় অভিযোগ

প্রতিনিধির খবরঃঢাকা থেকে২৫আগস্ট

রাজধানীর উত্তরা এলাকার প্রতিষ্ঠিত বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়িদের নামে মিথ্যা সংবাদ প্রচার ও প্রতিবাদের নামে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। কথিত এপ্রতারক চক্র উত্তরা এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্নপ্রতিষ্ঠানের মালিকদের টার্গেট কর বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদপ্রকাশ আসছে। বিষয়গুলো উল্লেখ করে গত ২২ আগস্ট তারিখে দক্ষিণখান থানায় রাসেলহাসান ও এইচ আর হাবিবের নামে এমনি একটি সাধারণ ডায়েরি করেন উত্তরা
ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হোসেন রিয়াজ।এর আগে, সংঘবদ্ধ এই চাঁদাবাজ ও প্রতারক চক্রের মূলহোতা রাসেল হাসান ও তার ৫সহযোগীকে ২০১৯ সালের ২৩ এপ্রিল র‌্যাব-১ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।তখন সংবাদ সম্মেলন করে র‌্যাব জানায়, এই চক্রটি নিজেদের সাংবাদিক পরিচয়ে স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে
মোটা অংকের টাকা চাঁদাবাজি করে আসছে। এই চক্রে বেশ কয়েকজন সক্রিয় নারীসদস্যও আছে। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মোঃ রাসেল হাসান এর জন্ম স্থান বরিশাল জেলার হিজলা থানার চর পত্তনিভাঙ্গা গ্রামে। সে ১৯ বছর যাবৎ ঢাকায় বসবাসকরেন। সে এই চক্রের মূলহোতা, তার নির্দেশে অন্যান্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বনাম ধন্যব্যক্তিদের নিকট হতে চাঁদাবাজি করে থাকে। পড়াশোনায় উচ্চ মাধ্যমিক এর গন্ডিপার
হতে না পারলেও নিজেকে উচ্চ শিক্ষিত হিসেবে পরিচয় দেয়। তার নিজ এলাকায় ও ঢাকাতেএকাধিক স্ত্রী আছে বলে জানা যায়।রাসেল হাসান সে সময় র‌্যাবের হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আবারওজড়িয়ে পড়েছে প্রতারণা ও চাঁদাবাজিতে। এই একই চক্রের বিরুদ্ধে নতুন করে আবারঅভিযোগ উঠেছে ।
২২ আগস্ট তারিখে দক্ষিণখান থানায় রাসেল হাসান ও এইচ আর হাবিবের নামে উত্তরাইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হোসেন রিয়াজের করা সাধারণ ডায়েরিতেউল্লেখ করা হয়, মোঃ রাসেল হাসান ও এইচ আর হাবিবসহ আরো কয়েকজন বাদিকপরিচয়ে দীর্ঘদিন যাবৎ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের ভয় দেখিয়ে অর্থ দাবি করেআসছে। দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে তার বিরুদ্ধে মাদক মামলার আসামির সাথেতার নাম ও ছবি জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে।
প্রকাশিত সংবাদটি জাকির হোসেন রিয়াজের দৃষ্টিগোচর হলে, তিনি এর আগেও গত ২৯ জানুয়ারি তারিখেদক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ডায়েরি নং ১৬৫১। পরবর্তীতেরাসেল হাসান ও এইচ আর হাবিব সুবিধা কোন সুবিধা না পেয়ে গত ২২ আগস্ট তারিখে “চলমান দেশ” নামে একটি পত্রিকায় একই ধরনের মিথ্যাও বানোয়াট সংবাদপ্রকাশ করলে জাকির হোসেন রিয়াজ ২২ আগস্ট তারিখে আরও একটি সাধারণ ডায়েরিকরেন।
 ডায়েরি নং ১২৪৬।এ বিষয়ে জাকির হোসেন রিয়াজ গণমাধ্যমকে বলেন, এ চক্রটি আমাকেসহ উত্তরারস্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের নিয়ে চাঁদাবাজির উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীনসংবাদ প্রকাশ প্রকাশ করে আসছে। আমি এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ