বিশেষ প্রতিনিধিঃ১৪আগস্ট
নগরীর ইপিজেড থানার সন্নিকটে শনিবার(১৪আগস্ট) সকাল ১০ টায় অজ্ঞাত নামে এক পথচারী বে-শপিং মার্কেটের সামনে থেকে রাস্তা ওভারটেক করার সময় টলি -কভারভ্যানের ধাক্কায় ২২-২৩ বছরের অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাস্থলেই ঐ যুবক টলি -কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান,খবর পেয়ে দ্রুতঘটনা স্থানে ইপিজেড থানার পুলিশ (এস আই )রিংকু দাশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানাই। তবে ঘটনাস্থলেই পৌছার আগে কভারভ্যানটি দ্রুতকারে পালিয়ে যেতে স্ক্ষম হয়।তদন্তে জন্যে বেসপিং মার্কটের সি সি ক্যামেরা চেকিংএ আছেন বলে যানা যায়।
শনিবার সকাল ১০ টার সময় নিউমুড়ি রোড থেকে রাস্তা পারাপারের সময় পতেঙ্গার দিক থেকে ছুটে আশা একটি টলি-কভবার পেছন থেকে ধাক্কা দিলেই অজ্ঞত ঐ যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুপুর ১২টায় এই রিপোট লিখা পর্যন্ত যুবকের কোন খোঁজ-পরিচয় পাওয়া যায় নি।
এ ব্যাপারে একটি অপমৃত্যুর জিডি থানায় দায়ের হবে বলে কর্তব্যরত পুলিশ অফিসার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
বি:দ্র: এই খবরের মূল ছবি প্রকাশ যোগ্য নহে…….