নিজস্ব সংবাদঃ০৪জুলাই
আজ রোববার (৪জুলাই) নগরীর আন্দরকিল্লাস্থ দৈনিক গিরিদর্পণ চট্টগ্রাম ব্যুরো চীপ কায্যলয়ে প্রবীন সাংবাদিক এম.কে মমিন সাপ্তাহিক আজকের সত্য সংবাদ পত্রিকা ও মুক্তখবর২৪ ডটকম (16banglatv.com) সম্পাদক -প্রকাশক হাজী মোঃ হারুন অর রশীদ বই উপহার প্রদান করে সাপ্তাহিক আজকের সত্য সংবাদ প্রকাশনা কে চলমান রাখার ব্যাপারে আলোচনা করা হয়।।
এসময় পত্রিকার সিনিয়র বার্তা প্রতিবেদক মুঃবাবুল হোসেন বাবলা, প্রতিনিধি লিটন চৌধুরী , শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রবীন সাংবাদিক এম. কে মমিনের সাথে সত্য সংবাদের সম্পাদক হাজী হারুণ অর রশিদ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সহ এখন থেকে প্রতি রোববার ( সাপ্তাহিক আজকের সত্য সংবাদ) নিয়মিত প্রকাশ করার কথা জানান।এসময় প্রবীন সাংবাদিক এম.কে মমিনের সু-স্বাস্থ্য ও অত্র পত্রিকার দীর্ঘায়ূ পথচলা প্রত্যাশা করেন।
পাঠকরা চট্টগ্রামের প্রতিটি হকার-পত্রিকার স্টল-বুকস্টল সহ সল্টগোলা রেলক্রসিংস্থ নিজস্ব অফিসে নিয়মিত পাবেন।আজই আপনার কপির জন্য হকার কে বলে রাখুন।