আজ চট্টগ্রামে করোনায় ১০ জনের মৃত্যু: আক্রান্ত ৮৭৯ জন

ডেস্ক নিউজঃ১০ আগস্ট

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন।  একই সময়ে নতুন করে শনাক্ত ৮৭৯ জন।

মঙ্গলবার (১০ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের এগারটি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২৬ জন। বাকি ২৫৩ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,    এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকি ৫ জন বিভিন্ন উপজেলার।

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।যার মধ্যে মহানগরের ৬৩১ জন আর বাকি ৪৫১ জন বিভিন্ন উপজেলার।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ