বিনোদেন ডেস্ক:ঢাকা
অবশেষে ঢাকা বোর্ড ক্লাব কান্ডে ফেঁসে যাচ্ছেন পরিমনি, গত ১০জন রাত্রে ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী ও ক্লাবের প্রেসিডেন্ট এবং জাতীয় পাটি(জাপা)র কেন্দ্রিয় সদস্য নাছির উদ্দিন আহম্মদ কে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছেন পরিমানি।
চলচ্চিত্র সমিতিও তার বিরুদ্ধে এবং ব্যক্তিগত কাজের দায় সমিতি নিবে না বলে পরিস্কার গণমাধ্যমে জানিয়ে দেন। সমিতির মিশা সও, সোহাহানুর রহমান, মনোয়ার হোসেন ডিপজল, ওমর সানি, ফেরদৌস সহ অসংখ্য অভিনেতা-অভিনেত্রী পরিমনির ব্যক্তিদোষের কথা বা দায়ভার একান্ত তার বলে অভিমত প্রকাশ করেছেন, যা দেশের প্রতিটি টিভি, পত্রিকা ওঅনলাইন নিউজ পোটালে ভাইরাল হয়।
আর ডিবির প্রধান ওসংবাদ সম্মেলন করে বলেছেন, পরিমনির দোষ থাকলে বিন্দু মাত্র ছাড় পাবে না বলে জানান, এদিকে ঘটনা সম্পকে পরির স্বাক্ষাত চেয়ে আর কে তাকে ডিস্ট্রাব না করতে কিংবা তিনি টাইফয়েট জ্বর,সর্দি কাশি রোগে ভুকছেন বলে এড়িয়ে যাচ্ছেন।