নিজস্ব রিপোটারঃ১১সেপ্টেম্বর
অবশেষে মহামারী করোনাভাইররাস কিছুটা কমের দিকে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮২ জন। যা নমুনা পরীক্ষা তুলনায় ৫ দশমিক ৫৩ শতাংশ। চট্টগ্রামে এই পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৫ জনের। এর মধ্যে ৭০২ জন নগরের ও ৫৬৩ জন বিভিন্ন উপজেলার।
তাছাড়া চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৭৪৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে ৭৩ হাজার ৫৫ জন নগরের ও ২৭ হাজার ৬৯৩ জন উপজেলার বাসিন্দা।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি আরও জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮২ জনের দেহে করোনার জীবাণু ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৪৩ জন নগরের ও ৩৯ জন উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম একব্যক্তি মৃত্যুবরণ করেন।
Discussion about this post