ডেস্ক নিউজঃ১০ সেপ্টেম্বর
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লক্ষ্য ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ২৬৪ জন।জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৫২ জন।২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ উপজেলার বাসিন্দা অন্যজন নগরের বাসিন্দা।
Discussion about this post