নিজস্ব প্রতিবেদক :০৬সেপ্টেম্বর
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ৫ সেপ্টেম্বর, রবিবার র্যাব- ‘র টিম সাদা পোশাকে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনু আহমেদ তাদের জেল-জরিমানার আদেশ দেন।
আটকরা হলেন ইসতিয়াক মোহাম্মদ ফরহাদ, মো. মোমিন, ইকবাল মিয়া, বাদল দাস, মো. সালাউদ্দিন, রাসেল হোসেন ও আবু জাফর। তাদের মধ্যে ফরহাদ ও মোমিনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ইকবাল, বাদল দাস, রাসেল ও আবু জাফরকে দুই মাস করে কারাদণ্ড এবং সালাউদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের উপ-কোম্পানি কমান্ডার মোস্তফা জামান বলেন, হাসপাতালে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে রোগীদের নানাভাবে হয়রানি করে আসছে। এমন অভিযোগে সকালে সাধারণ পোশাকে আমাদের একটি টিম হাসপাতালে অবস্থান করে। এ সময় তারা দেখেন দালালরা নানা প্রলোভন দেখিয়ে ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতাল ক্লিনিকে নিয়ে যায় রোগীদের।
পরে সকাল ১০টা থেকে অভিযান চালিয়ে তাদের চিহ্নিত করে আটক করা হয়। এরপর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ বলেন, সাত জনকে আটকের পর রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, প্রলোভন দেখিয়ে রোগীদের অন্য ল্যাবে নেওয়ার চেষ্টা করেছেন তারা।
পরে এই ঘটনায় তাদের দুই জনকে ৪০ হাজার টাকা জরিমানা, অপর পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়।
Discussion about this post