হোসেন বাবলাঃ০৬সেপ্টেম্বর,চট্টগ্রাম
অনাকাঙ্খিত অগ্নিকান্ডের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি রোধ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম এর প্রাঙ্গণে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া গতকাল ৫ সেপ্টেম্বর, রবিবার,দুপুরে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় এ মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে ফায়ার স্টেশনের একটি চৌকস অগ্নি নির্বাপক দল মহড়াটি পরিচালনা করেন। জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ, বিভিন্ন স্তরের মানুষ মহড়াটি প্রত্যক্ষ করেন।
মহড়া শেষে জেলা প্রশাসক, চট্টগ্রাম কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং জেলা প্রশাসক জানান, “পরীর পাহাড় তথা কোর্ট হিল এলাকায় যত্রতত্র অপরিকল্পিত অনুমোদনহীন ভবন নির্মাণের ফলে মৃদু ভূমিকম্প, পাহাড় ধস কিংবা বৈদ্যুতিক শট সার্কিট প্রভৃতি দুর্ঘটনা থেকে অগ্নিকান্ডের ফলে ভয়াবহ সংকট দেখা দিতে পারে।
তাছাড়া নিকটস্থ কোন স্থানে পানির সংকুলান না থাকায় মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা প্রশাসনের উপরোস্থ কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন স্তরের মানুষ মহড়ায় অংশ নেন।
Discussion about this post