ডেস্ক রিপোর্টঃ০৪সেপ্টেম্বর
সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গত ১ সেপ্টেম্বর রাজু ভাষ্কর্য চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র ফেডারেশন এর সভাপতি মিতু সরকারের এর সঞ্চালনায়, ছাত্র ইউনিয়ন এর সহ-সভাপতি অনিক রায় সভাপতিত্ব করেন।
সমাবেশে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক জাহিদ সুজন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় সংগঠক দাওদ হোসেন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন এর প্রচার সম্পাদক তৌফিকা প্রিয়া, পাহাড়ী ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা।
বক্তারা বলেন, সরকার সবকিছুই স্বাভাবিক করে দিচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত দেড় বছর ধরে বন্ধ থাকা সত্ত্বেও খুলছে না।সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভয় পায় কারণ তারা করোনাকালে যে দূর্নীতি করেছে, লুটপাট করেছে এই এইসব দূনীতি লুটপাটের বিচার ছাত্ররা চায়।
বক্তারা বলেন, ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয় খুললে অস্থিতিশীল পরিবেশ তৈরীর আশংকা করেন, আসলে যে কোনো স্বৈরাচারী সরকার, যারা গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে যারা জনগণের মতামতের কোনো তোয়াক্কা করে না এই সব সরকারগুলোই ছাত্রদের ভয় পায়। এই ভয় থেকেই তারা প্রলাপ বকছে।
বক্তাগণ, ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আগামী ১৭ সেপ্টেম্বর বিকাল ৪ টায় শাহবাগে ‘ছাত্র গণসমাবেশ’ এর ঘোষণা দেন এবং এর মধ্যে অঞ্চলে অঞ্চলে প্রচার প্রচারণা করা হবে বলে জানান।
Discussion about this post