(নওগাঁ প্রতিনধি)৩০আগস্ট
নওগাঁ র পত্নী তলা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এবারে এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধেরমাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবার দুবছর পরে কুমিল্লার এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ এই মর্মে ঘোষনা দেন। আজ বাংলাদেশে তৈরী পোষাক শিল্পের পরই মৎস্য ও মৎস্যজাত দ্রব্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে। শুধু তাই নয়, গ্রামীন জনগোষ্ঠীর আমিষের ৬০শতাংশ যোগান দেয় মাছ।
এবাদেও দেশীয় বিভিন্ন প্রজাতির হারিয়ে যাওয়া মাছ চাষে গুরুত্ব আরোপ করে তিনি বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসীনা পারভীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পতœীতলার প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রো-বোনো লইয়ার্স এসোসিশেন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম আক্তার
প্রিন্স, পতœীতলা প্রেসক্লাবের সাংবাদিক দিলিপ চৌহান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড এ্যাসিস্টেন্ট সুপদ চন্দ্র দাস প্রমূখ।
——————————–একই দিনপ্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় নওগাঁর পতœীতলায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেভেটেনারী হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ)এ উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে শুভেচ্ছা
বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণী সম্পদ কমিটির সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, নওগাঁ
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল
কোবরা মুক্তা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পতœীতলার প্রেসক্লাবের সভাপতি
আলহাজ্ব বুলবুল চৌধুরী, সফল খামারী জোবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, ভেটেনারী সার্জন ডাঃ রফি ফয়সাল তালুকদার, জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ ঝর্না, প্রো-বোনো লইয়ার্স এসোসিশেন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, ইউপি
চেয়ারম্যান ইসমাইল হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, খামারী, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।
উক্ত প্রদর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস,
মুরগী, কবুতর, পাখির প্রদর্শিত করেন এলাকার খামারীরা।
এসময় প্রদর্শনীতে অংশ গ্রহনকারী খামারীদের ৬টি ক্যাটাগরীতে (গাভী/বাছুর, ষাঁড়/মহিষ/ ঘোড়া, ছাগল/পাঁঠা, ভেড়া, পোল্টি/ পাখি/ পেট, প্রযুক্তি/ প্রাণীজাত পন্য) ভাগ করে ১ম, ২য় ও ৩য় স্থান অধীকারীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
Discussion about this post