প্রেস বিজ্ঞপ্তীঃ২৬আগস্ট
হযরত মাওলানা শেখ শাহসুফী অছিয়র রহমান শাহ আল-ফারুকী চরন্দীপী (কঃ) এর ১০১তম বার্ষিক ওরশ বোয়ালখালী উপজেলার চরন্দীপ দরবার শরীফে আগামীকাল (২৭ আগস্ট) শুক্রবার অনুষ্ঠিত হবে।
বার্ষিক ওরশ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, ছেমা শরীফ, বাদে জুমা আখেরী মোনাজাত তবারুক বিতরণ অনুষ্ঠিত হবে।
এতে দরবার শরীফের সংশ্লিষ্ঠ সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য পীরজাদা আবু মোহাম্মদ শহিদুল্লাহ ফারুকী অনুরোধ জানিয়েছেন।
Discussion about this post