নিজস্ব প্রতিবেদকঃ২৪আগস্ট
অপরাধীর অবস্থান সনাক্তে ট্র্যাকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গতকাল(২৩ আগস্ট) সোমবার উপ-পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন ) মো. শামসুল আলম।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক জানান, পিএসআইদের দক্ষতা বৃদ্ধিতে মোবাইল সিডিআর ও ট্র্যাকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এই কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা মোবাইল ডাটা এনালাইসিস করে অপরাধী সনাক্ত করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। এতে অপরাধ নিয়ন্ত্রণ সহজতর হবে। যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত।
Discussion about this post