ডেস্ক নিউজঃ২২আগস্ট
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২৯৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু বরণ করেছেন আরও ৮ জন।
শনিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৫৩ জন ও উপজেলার ১৪৫ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ৬ জনই উপজেলার বাকি দুইজনের বাড়ি মহানগরে।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৭ হাজার ১৩৩ জন যার মধ্যে মহানগরীর ৭১হাজার ৪ জন ও উপজেলা গুলোতে ২৬ হাজার ১২৯ জন।
এই পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৭৮ জন। যাদের মধ্যে ৬৬৭ জন নগরের বাকি ৫১১ জন উপজেলার।
Discussion about this post