পটিয়া প্রতিনিধিঃ১৭আগস্ট
চট্টগ্রাম নগরীর নন্দনকাননের একটি বাসা থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দিপিতা প্রাচী (২১) নামে এ ছাত্রী বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
গতকাল(১৬আগস্ট) সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। দিপিতা পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের অরুণ শীলের কন্যা।
কােতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
তার ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা আত্মহত্যা পরে তদন্তে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানায়, নৌবাহিনী অফিসার পরিচয় দিয়ে এক প্রতারক দিপিতাকে বিয়ে করে। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কোতোয়ালী থানায় মামলা করেন দিপিতা। মামলাটি তদন্তাধীন রয়েছে। পুলিশের ধারণ, এ ঘটনায় মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন দিপিতা।
Discussion about this post