নিজস্ব প্রতিবেদকঃ১৭আগস্ট
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা দিয়েছে। আজ ১৭ আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামার জন্য বিমান বন্দর উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে কবে নাগাদ ফ্লাইট অপারেশন চালু হবে এটা নির্ভর করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর। ফ্লাইট অপারেশনের জন্য তাদের কিছু প্রস্তুতি আছে, সেসব শেষে অপারেশন চালু হবে।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলেও শাহ আমানতে এয়ার বাবল ফ্লাইট বন্ধ থাকবে বিনামবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। করোনা পরীক্ষা সনদ ও টিকা নেওয়ার সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম মেনেই ফ্লাইট অপারেট করতে হবে।
Discussion about this post