ডেস্ক নিউজঃ১৭আগস্ট
গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৩৯ জনের। এর মধ্যে নগরীতে ৬৫৩ জন , বিভিন্ন উপজেলায়৪৮৬ জন ।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৫১৬ জনের দেহে। এর মধ্যে ৭০ হাজার ৫৪ জন চট্টগ্রাম নগরীর ও ২৫ হাজার ৪৬২ জন বিভিন্ন উপজেলার।
মঙ্গলবার (১৭ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
Discussion about this post