ইন্টারন্যাশনাল ডেস্কঃ১৭আগস্ট
আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর কাতারের রাজধানী দোহায় তালেবানের ভবিষ্যৎ সরকারের কাঠামো ও নাম নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে শিগগিরই এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে আশা প্রকাশ করেছে তালেবান।
তালেবানের এক শীর্ষস্থানীয় নেতা আফগান সংবাদমাধ্যম তোলো নিউজকে বলেছেন, তাদের নেতৃত্ব দোহায় আলোচনায় ব্যস্ত। আন্তর্জাতিক সম্প্রদায় ও আফগানিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তালেবান যোগাযোগ করছে বলেও জানিয়েছেন তিনি।
তালেবানের রাজনৈতিক শাখার উপ-প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার বলেছেন, ‘এখন এই মুহূর্তটি তালেবানের জন্য একটা পরীক্ষা। এই সময়ে আমরা একটি পরীক্ষার মুখোমুখি হচ্ছি। কারণ এখন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব আমাদের কাঁধে।’
কাবুলের বাসিন্দা আহমদ ফরিদ বলেন, ‘এমন এক সরকার হওয়া উচিত যেখানে সবার অংশগ্রহণ থাকবে। সেখানে স্থিতিশীলতা থাকতে হবে। কাবুলের আরেক বাসিন্দা ফজল রাবি তোলো নিউজকে বলেন, ‘দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ মানুষ যুদ্ধে ক্লান্ত।’
আফগানিস্তানের কমিউনিস্ট সরকার ও তাদের ঘনিষ্ঠ মিত্র সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করার জন্য পরিচিত হিজব-ই-ইসলামির নেতা গুলবুদ্দীন হেকমাতিয়ার বলছেন, আশরাফ গনির ব্যর্থতা দেশকে আজ এমন একটি পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।
শান্তি আলোচনা এগিয়ে নিতে গঠিত একটি স্বঘোষিত পরিষদের সদস্য হেকমাতিয়া রোববার সন্ধ্যাযর আগে রেকর্ড করা একটি বার্তায় বলেন, ‘দুর্নীতিগ্রস্ত সরকারের মধ্যে সহিংসতা বন্ধ ও আফগানিস্তানের সংকট শান্তিপূর্ণভাবে শেষ করার কোনও প্রস্তুতি দেখা যায়নি।’
Discussion about this post