মুঃবাবুল হোসেন বাবলাঃ১৬আগস্ট,চট্টগ্রাম
চট্টগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্যের চাহিদা প্রতিদিন বাড়ছে। টিসিবির পণ্যবাহী ট্রাক কখন নির্দিষ্ট পয়েন্টে আসবে সে অপেক্ষায় থাকে সাধারণ ভোক্তা। সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাকসেল গুলোয় ক্রমস ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। করোনায় আয় কমে যাওয়ায় এবার নিম্নমধ্যবিত্তরা কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাকসেলে ভিড় জমাচ্ছে আর লাইনে দাড়িঁয়ে পণ্য ক্রয় করতে দেখা গেছে।
গতকয়েক দিন যাবত নগরের প্রায় ২০টি পয়েন্টে টিসিবির ট্রাকসেল হলেও আগামী ২/৩দিনের মধ্যে ২৫টি স্পটে টিসিবির পণ্য বিক্রি করা হতে পারে বলে টিসিবি সূত্র জানায়। এতদিন নগরীতে আটটি পয়েন্টে টিসিবির হতো। নগরীর আন্দরকিল্লা জামাল খানসহ বিভিন্ন পয়েন্টে প্রতিদিন টিসিবির পণ্যের জন্য দীর্ঘ লাইন পড়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে পণ্য পান না।
চ,সি,ক সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা টিসিবির ট্রাক বাড়ানোর জন্য অনুরোধ করেন। এ পরিপ্রেক্ষিতেই টিসিবি চাহিদা বিবেচনা করে আটটির স্থলে দ্বিগুণেরও বেশি অর্থাৎ নগরীর ১৭টি পয়েন্টে একযোগে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত গত বুধবার কার্যকর করা হয়। চলতি সপ্তাহে আরও আটটি পয়েন্টে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি করা হবে। টিসিবি চট্টগ্রাম অঞ্চলের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী জামাল উদ্দিন আহমেদ বলেন, এখন নগরীতে ১৬টি থেকে ১৭টি ট্রাকে পণ্য বিক্রি করছি। আগামী ২/৩দিনে আরও ৬-৮টি ট্রাক বাড়ানো হবে।
নগরীর একাধিক টিসিবির ট্রাকসেল বা স্পটে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। এক লাইনে পুরুষ অপর লাইনে নারীরা দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনেন। আগে নিম্ন আয়ের লোকজন লাইনে দাঁড়ালেও এখন মধ্যবিত্ত পরিবারের লোকজনও টিসিবির পণ্য কিনছেন।টিসিবির কর্মকর্তারা জানান- চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলের দাম বাজারে বেশ চড়া। টিসিবির চিনি বিক্রি করা হচ্ছে কেজিপ্রতি ৫৫ টাকা। বাজারে চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকা দরে। এতে সাশ্রয় হচ্ছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। মাঝারি দানার মসুর ডাল কিনলে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা সাশ্রয় হচ্ছে। বাজারে ডাল কেজি ৭৫ থেকে ৮০ টাকা, টিসিবি বিক্রি করছে ৫৫ টাকা দরে। এক লিটার সয়াবিন তেলেও ৪০ থেকে থেকে ৫০ টাকা সাশ্রয় হচ্ছে। টিসিবির বোতলজাত তেলের লিটার ১০০ টাকা, আর বাজারে ১৪৫ থেকে ১৫৫ টাকা পর্যন্ত।
লকডাউনে চাকরি হারাদের অনেকই পরিবার-পরিজন নিয়ে কষ্টে পড়ে টিসিবির পণ্য কিনতে এসেছেন বলে প্রতিবেদক কে জানাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর ন্যায্যমূল্যে তেল, ডাল ও চিনি নিয়েছেন সদরঘাটের স্বপ্না বেগম। তিনি বলেন, ন্যায্যমূল্যে চাল পেলে আরও ভালো হতো।বর্তমানে বাজারে চালের দাম খুব চড়া।
নগরীর জামালখান ,আন্দরকিল্লা মোড়, কোতোয়ালি থানার সামনে, বহদ্দারহাট মোড় , অক্সিজেন মোড়,ষোলশহর ২ নম্বর গেট, পাঁচলাইশ মোড়,দামপাড়া ফুটওভার ব্রিজ, আগ্রাবাদ সিজিএস বিল্ডিং সংলগ্ন, হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন এলাকা, সার্কিট হাউজের সামনে পাহাড়তলী বিটাক বাজার সংলগ্নস্থানে।
এদিকে পতেঙ্গার স্টিল মিল বাজার, ইপিজেড থানাস্থ টিসিবি অফিসের সামনে, বন্দর থানার সামনে, বড়পোল মুজিব চত্বর, এবং কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রিতে উপছে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। আর দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে, বিশেষ করে নিম্নমধ্যবিত্তরা এবার এই কর্মসূচিতে বেশী ভিড় করছেন বলে টিসিবি আঞ্চলিক অফিস(বন্দরটিলা) সূত্রে জানান।
Discussion about this post