হোসেন বাবলাঃ১২আগস্ট,চট্টগ্রাম।
জনৈক মোঃ জাকির হোসেন (৩৫) গত ৯ আগস্ট র্যাব-৭, চট্টগ্রাম কার্যালয়ে লিখিত অভিযোগ করেন যে, তার ছোট ছেলে মোঃ ইয়াসিন হোসেন জিহাদ (১৯ মাস)’কে গত ০৯/০৮/২০২১ ইং তারিখে কতিপয় অপহরণ করে নিয়ে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করছে। বরগুনা জেলার পাথরঘাটাস্থ মৃত আলী হোসেন সরদারের ছেলে বর্তমানে চট্টগ্রাম বন্দর নগরীর ওয়াশিল চৌধুরী পাড়ায় বসবাস কালে ছেলের অপহরণ অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৭ ছায়া তদন্ত শুরু করে দ্রুত।
ছায়া তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীরা কক্সবাজার জেলার পেকুয়া থানাস্থ চৌমুহনী মোড় থেকে পূর্বদিকে শাহিন হোটেল এর সামনে চকরিয়া রোডের উপর অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে র্যাব-৭ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ ইয়াসিন হোসেন জিহাদ (১৯ মাস)’কে উদ্ধার পূর্বক আসামী ১। মনতাজ বেগম (৫০) স্বামী- জহির,চকরিয়া-কক্সবাজার কে আটক করে।
অপর আসামী র্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আসামী ২। তানিয়া সুলতানা রুমকী (১৬), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- হারবাং, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করে শিশু জিহাদ(১৯মাস) কে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহানগরীর বন্দর থানায় হস্তান্তর করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে র্যাব-৭ এর মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার সংবাদ প্রতিবেদক কে প্রেস বার্তায় জানিয়েছেন।
Discussion about this post