নিজস্ব প্রতিবেদকঃ১২আগস্ট
নগরীরর ডবলমুরিং মডেল থানার এসআই-মোহাম্মদ তারিক আজিজ সঙ্গীয় অফিসার এসআই- মহিম উদ্দিন সহ টিম ১০আগস্ট রাত্র০৮,১৫ টার সময় দেওযানহাট মোড় সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানে জয়নাল আবেদীন (৪২) কে ১৭০০ ইয়াবা ও ১ টি ফোন সহ আটক করে।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তার নির্দেশমতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ধৃত মোঃ জয়নাল আবেদীন (৪২) কে নিয়ে বায়েজিদ থানাধীন হাজীরপুল এলাকাস্থ তার বর্তমান ঠিকানার ভাড়া ফ্ল্যাটে ঐ রাতে অভিযান করে বেডরুমে হতে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্দ নগদ ৮,৫০,০০০/- টাকা ,২ টি মোবাইল ফোন সহ মোঃ মোবারক হোসেন (২৭) ও মোঃ রেজাউল করিম দিদার (৩১) কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ইয়াবা ট্যাবলেট টেকনাফ হতে পাইকারী মুল্যে ক্রয় করে সঙ্গীয় অপরাপর ব্যক্তিদের নিকট বেশি মুনাফা লাভের আশায় বিক্রয় করছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতঃরা হলেন ১/মোঃ জয়নাল আবেদীন (৪২), পিতা- মোঃ সিদ্দিক আহম্মদ, সাং- জুলাহারপাড়া, জাকের বাপের বাড়ী, বড়ঘোপ ইউপি, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার ২/ মোঃ মোবারক হোসেন (২৭), পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- লেমশিখালী, মোজাম্মেল হকের বাড়ী, সেবা ফার্মেসীর পাশে, ২নং ওয়ার্ড, লেমশিখালী ইউনিয়ন কুতুবদিয়া – কক্সবাজার, ৩। মোঃ রেজাউল করিম দিদার (৩১), পিতা- মৃত মীর কাশেম, সাং- বারিয়াপাড়া, ৪নং শাপলাপুর ইউপি, ৮নং ওয়ার্ড, ঠান্ডা বড় বাড়ী, থানা- মহেশখালী বলে জানান।
তাদের বিরুদ্ধে মাদক ও অবৈধ টাকা রাখার দায়ে ডবল মুরিং থানায় নিয়মিত মামলা দায়ে করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Discussion about this post