কর্ণফুলী প্রতিনিধিঃ১১আগস্ট
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী এক,শ কর্মহীন অসহায় পরিবার কে গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে প্রদান করা হয়েছে।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শাহিনা সুলতানা মঙ্গলবার দুপুরে শিকলবাহা সরকারী প্রাথমিক বিদ্যালয় (প্রকাশ বোর্ড স্কুল) এ এসব সামগ্রী নিজ হাতে বিতরণ করেছেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানান।
এসময় নি বলেন, লকডাউনে শিকলবাহায় কর্মহীন হয়ে পড়া এক,শ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যাদের কারো খাদ্য সহায়তা প্রয়োজন হবে তারা বিনামূল্যে ৩৩৩ নম্বরে অথবা সরাসরি উপজেলা প্রশাসনে ফোন করলে খাদ্য সহায়তা নিজ নিজ ঘর/বাড়ীতে পৌঁছে দেয়া হচ্ছে।
Discussion about this post