ডেস্ক নিউজঃ১১আগস্ট
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন। আর একই সময়ে নতুন করে শনাক্ত ৭৭২ জন।
বুধবার (১১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৭২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৪৪৪ জন। বাকি ৩২৮ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯২ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮ জন নগরের বাসিন্দা, বাকি ৪ জন বিভিন্ন উপজেলার।
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহানগরের ৬৩৯ জন আর বাকি ৪৫৫ জন বিভিন্ন উপজেলার।
Discussion about this post