বিশেষ সংবাদঃ১০ আগস্ট
চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সলিমুল্লাহ ১০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ………. রাজেউন)।
মরহুম মোঃ সলিমুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দারা বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম মোঃ সলিমুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।
নবগঠিত বিএনপিকে প্রতিষ্ঠিত করতে তাঁর অসামান্য ত্যাগ ও সাহসী ভূমিকা বিএনপির ইতিহাসে তাঁকে অবিস্মরণীয় করে রাখবে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন । তাঁর মৃত্যুতে নগর বিএনপির সাবেক সভাপতি ও বানিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ,বর্তমান কমিটির আহবায়ক ডাঃ শাহাদাৎ হোসেন, যুগ্ন আহবায়ক আবুল হাশেম বক্কর , এম.এ আজিজ, সাইফুল আলম, মোঃ মিয়া ভোলা , আবু সফিয়ান সহ নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেন।
স্বেচ্ছাসেবক দলের শোক ও দুঃখ প্রকাশ:মোঃ সলিমুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Discussion about this post