বিশেষ প্রতিবেদনঃ১০ আগস্ট
চট্টগ্রাম র্যাব-৭ ৯ আগস্ট ফেনী জেলার ফেনী সদর এবং চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের ৫৭.৪ কেজি গাঁজা, ১,৯৫০ পিস ইয়াবা এবং ৩২ বোতল স্কুপ সিরাপ উদ্ধার সহ ২ জন কে আটক করেছে অ মাদক পরিবহণে একটি প্রাইভেটকার কে জব্দ করেছে র্যাব-৭।
ফেনী সদরঃ গোপন সংবাদের মাধ্যমে ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে ৯ আগস্ট রাত্র ৮,৩০ টায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ জুয়েল হোসেন (৩০), পিতা- মিজানুর রহমান, সাং- মথুরাপুর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লাকে আটক করে।
পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২২ কেজি গাঁজা, ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩২ বোতল স্কুফ সিরাপ উদ্ধার করে র্যাব-৭টিম।
ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা এবং ফেনী জেলার বিভিন্ন থানায় ০৭ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লক্ষ ৩১ হাজার টাকা।
মিরসরাই থানা এলাকাঃ অপর একটি গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রাম এর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার রাত্রে চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউপিস্থ মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি কালে একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব-৭টিম আসামী মোঃ বাদশা (২২), পিতা-মৃত আলী আশরাফ, সাং-চম্পকনগর (মধ্যম মটুয়া, মিজিবাড়ি), থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনীকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেখানোমতে প্রাইভেটকারের পিছনের বডির ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৫.৪ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়এবং উক্ত প্রাইভেকারটি (চট্র মেট্রো-ভ-০২-০৫৫৯) জব্দ করা হয়। উল্ল্যেখ যে, আসামীর বিরুদ্ধে চট্টগ্রামজেলার সীতাকুন্ড থানায় ০১ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো
জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের হতে মাদকদ্রব্য সংগ্রহ করেপরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদেরনিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৫ লক্ষ ৪০ হাজার টাকা এবং জব্দকৃতপ্রাইভেটকার এর আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলা এবং চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের মিডিয়া অফিসার মোঃনূরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
Discussion about this post