প্রেস বিজ্ঞপ্তীঃ১০ আগস্ট
দক্ষিণ হালিশহর নিউ মুরি্ং আব্দুল মাবুদ সওদাগর দোকান মালিক সমিতির উদ্যোগে করোনায় অসহায় মানুষের মাঝে মাস্ক ,হ্যান্ড-স্যানিটাইজার ,খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ গতকাল ৯আগষ্ট বিকালে ব্যারিষ্টার কলেজ এলাকায় সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল বাদশার সভাপতিত্বে বিতরণ সম্পন্ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ৩৯নংওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগ আহবায়ক হাজী মোঃ হারুন উর রশীদ।
এসময় অন্যান্যর মধ্যে সমিতির সহ- সভাপতি শ্যামল বিশ্বাস, মনির হোসেন,সাধারণ সম্পাদক মোঃআলাউদ্দিন,আবুল কাসেম, আবু তালেব,বাবু বাসু সহ সমিতির সদস্য বৃন্দএবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কার্যক্রমে এলাকায় প্রায় ৩শত লোক কে মাস্ক ,হ্যান্ড-স্যানিটাইজার ,খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ প্রদান করা হয়।এসময় কাউন্সিলর হাজি জিয়াউল হক সমুন বলেন, দূর্যোগ মূর্হত্বে অসহায় মানুষের পাশে বৃত্তশালীদের এগিয়ে আসার জন্য দৃঢ় আহবান করেন। তিনি সমিতির উদ্যোগ কে সাধুবাদ জানান।
Discussion about this post