নিজস্ব প্রতিবেদকঃ৯আগস্ট
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নগরীর বায়েজীদ থানাধীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ৭ আগস্ট রাত্র ৮.২০মিনেটে র্যাব-৭ বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিচ্চি বাবু গ্যাং এর সক্রিয় সদস্য ১। মোঃ আব্দুল হালীম সুজন প্রাঃ বাবু (২৩), পিতা- মোঃ হানিফ মিয়া, সাং- চরমটুয়া, থানা- সুধারাম, জেলা -নোয়াখালী , ২। মোঃ গিয়াস উদ্দিন (২৪), পিতা- মোঃ ইদ্রিস, সাং- কাঞ্চান নগর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম, এবং ৩। মোঃ জুয়েল হোসেন (২০), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- রৌফবাদ, থানা- বায়েজিদ কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ০১ টি নকল পিস্তল, ০২ টি চাকু উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা
হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পিচ্চি বাবু গ্রুপ এর সদস্য এবং দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।
উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের মিডিয়া াফিসার মোঃ নূরুল আবসার সংবাদ মাধ্যম কে এক প্রেস বার্তায় জানিয়েছেন।
Discussion about this post