বিশেষ খবরঃ০৯ আগস্ট
সিএমপির ডবলমুরিং মডেল থানার এসআই-অর্নব বড়ুয়া সঙ্গীয় অফিসার এসআই মোহাম্মদ তারিক আজিজ সহ ডবলমুরিং মডেল থানা টিম গতকাল ৮আগস্ট রাত্র আনুমানিক সাড়ে১১টার সময় কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২১,৭০০ পিস ইয়াবা ও ০২টি মোবাইল সহ মোঃ রমজান আলী (২১) ও মোঃ রমজান আলী (৩৯) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতঃ মোঃ রমজান আলী (২১), পিতা-আঃ মোতালেব, সাং-জগন্নাথপুর, প্রধান পাড়া ইউপি, ১নং ওয়ার্ড, বিডিআর ক্যাম্প, ১নং গেইট, কাচাঁ বাজারের পিছনে, থানা-ঠাকুরগাও মোঃ রমজান আলী (৩৯), পিতা-মৃত আঃ হক, সাং-বামন কুমার, থানা-আটুয়ারী, জেলা-পঞ্চগড়।
Discussion about this post