প্রেস বিজ্ঞপ্তীঃ০৯আগস্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন-শোকের মাস উপলক্ষে মমতা মাসব্যাপি কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
এরই আওতায় মমতার সকল শাখা পর্যায়ে এবং চট্টগ্রাম মহানগরে স্বল্পআয়ের শ্রমজীবী পরিবারের মাঝে মমতার পক্ষ হতে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মমতার সকল শাখা পর্যায়ে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর পাদুর্ভাবে নিন্ম আয়ের শ্রমজীবী ও আর্থিকভাবে অস্বচ্ছল এমন ৩৫০ পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় মাসব্যাপী কার্যক্রমের প্রথম ধাপে উক্ত সংখ্যক পরিবার সমুহের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ জানান, মমতা সবসময় সমাজের অনগ্রসরদের কল্যানে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছে।
হালিশহর বড়পোলস্থ প্রধান অফিস প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কালের আরো উপস্থিত ছিলেন-মমতার সাঃসম্পাদক মুনসুর মাসুদ, প্রকল্পপরিচালক (সমন্বয়) ও নারী নেত্রী মিসেস স্বপ্না তালুকদার, পরিচালক(অর্থ) শাহরিয়ার হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Discussion about this post