শোক সংবাদঃ৮আগস্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সাবেক ডীন ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ডঃ গাজী সালেহ উদ্দীনের প্রথম নামাজে জানাযা গতকাল ৭ আগস্ট শনিবার সকাল ১০টায় নগরী পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের বনিক পাড়াস্থ বাসার সামনে ও সকাল ১১টায় নগরীর পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃতে মেট্টোপলিটন পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম ডঃ গাজী সালেহ উদ্দীনকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের একমাত্র পুত্র ও সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব সালেহীন তানভীর গাজীর হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.বেনু কুমার দে সহ শিক্ষকবৃন্দ।
একই দিন বাদে আছর নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বদরপুরস্থ গ্রামের বাড়ীতে তৃতীয় নামাজের জানাযা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত জানাযা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য প্রফেসর ড.বেনু কুমার দে, রেজিস্টার প্রফেসর ড. এসএম মনিরুল হাসান, সিনেট মেম্বার প্রফেসর ড.রাহমান নাসির উদ্দিন, প্রক্টর প্রফেসর ড.রবিউল ইসলাম ভূঁইয়া, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মুক্তিযুদ্ধ গবেষনা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, পাহাড়তলী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর, আকবর শাহ থানা কমান্ডার মোঃ সেলিম উল্লাহ, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, চসিক কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গবীর শোক প্রকাশ করেছেন
উল্লেখ্য যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত¡ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সাবেক ডীন ও বীর মুক্তিযোদ্ধা ডঃ গাজী সালেহ উদ্দিন (৭৪) করোনায় আক্রান্ত হয়ে গতকাল ৬ আগস্ট শুক্রবার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন।
শোক প্রকাশ ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত¡ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সাবেক ডীন ও বীর মুক্তিযোদ্ধা ডঃ গাজী সালেহ উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, চবি শিক্ষক ড.ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন ও সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরানসহ নেতৃবৃন্দ।
Discussion about this post