ভ্রাম্যমান সংবাদ দাতাঃ০৭আগস্ট
গতকাল ০৬আগস্ট রাত্র আনুমানিক ৩.৪৫ টার সময় পতেঙ্গা মডেল থানার এএসআই-কে এম জান্নাত সজল সঙ্গীয় ফোর্স সহ পুলিশের বিশেষ অভিযানে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে উত্তর পতেঙ্গা, পূর্ব হোসেন আহম্মদ পাড়া এলাকা থেকে একটি জুয়ার আসর থেকে ১৪জন জুয়াড়ী কে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের কাছ থেকে নগদ ২৬,৭৯০/- টাকা এবং ০৩টি তাসের বান্ডেল সহ আব্দুর রহিম (৪১), মোঃ সালাউদ্দিন (২৬), মোঃ নাসির (২৭), মোঃ মঞ্জু (৩৩), সামিউল হাসান (৩২), নাজিম উদ্দিন (৩৩), আব্বাস (৩৪), মিজান (৩৭), মোঃ হাবিব মুন্না (২৬), রমজান আলী রিংকু (২৫), মোঃ বাদশা (২৮), আশরাফ উদ্দিন (৩৭), মোঃ শাহজাহান (৩২) ও মোঃ মনির (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় অসামাজি ওঅনৈতিক কান্ডের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পতেঙ্গা মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post