তাসনীমফাহিম::৭আগস্ট
নগরীর বন্দরজোন পুলিশের আওতায় বন্দর থানাধীন মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির উদ্যোগে স্বাস্থ্য বিধির জনসচেতনতা প্রচারণা ও মাস্ক বিতরণ কার্যক্রম ৭আগস্ট ,শনিবার দুপুর ১২টায় মধ্যম হালিশহর (ধুমপাড়াস্থ) সাগর পাড় এলাকা সম্পন্ন করেন। এই মহতী কার্যক্রমের সূচনা করেন বন্দর থানার ওসির নির্দেশক্রমে ফাঁড়ির ইনচার্জ (উপ-পুলিশ পরিদর্শ ক)মোঃশরীফুজ্জামান ।
এসময় পুলিশের এ এসআই মোঃ আবু সাইদ চৌধুরী, পুলিশ সদস্য মোঃ শামসুদ্দিন, সিনিয়র সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈশ্বিক মহামারী করোনায় লকডাউন শিথিল না হওয়া পর্যন্ত সবাই নিজ- নিজ স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার ,সাবান দিয়ে হাত মুখ ধোয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন,নিরাপদে থাকতে অনুরোধ করেন ।করোনা ভাইরাস আগামীতে আরো কঠিন পরিস্থিতিতে দেখা যেতে পারে,তাই সবাই স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার,সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেন।
কর্মসূচিতে থানা এলাকার ধুমপাড়া, বাকের ফকির টেক, কলসিদীঘী রোড এবংফাঁড়িএলাকার আশ-পাশে পথচারীদের মাঝে মাস্ক বিলি ওচকলেট বিতরণ করেন।
——————————————————————
এদিকে বন্দর থানাস্থ ৩৮নং ওয়ার্ড এলাকার বন্দর ইপিআই জোনের আওতায় তিনটি কেন্দ্রে গণ টিকার কর্মসূচি ধুপপোলস্থ ওয়ার্ড অফিসে শনিবার সকাল থেকে কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর নির্দেশক্রমে টিকা প্রদান করা হয়। ওয়ার্ডের গার্লস স্কুল এবং কলসী দিঘীপাড়স্থ আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূলে টিকা প্রদান করা হয়ছে।
প্রতিটি কেন্দ্রে তিনশত লোক টিকা দিয়েছেন বলে টিমের লিডার মোঃ টিপু জানিয়েছেন। দুপুরে টিকা কেন্দ্র পরিদর্শন করেন নগর ছাত্রলীগের সাঃসম্পাদক জাকারিয়া দস্তগীর, তিনি একই দিন ২৩, ২৪, ৩৬, ৩৭, ৩৮ নং ওয়ার্ডের টিকা কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন। এলাকার শত শত জনসাধারণ সাড়ি বদ্ধভাবে দাড়িঁয়ে সিরিয়াল মোতাবেক টিকা গ্রহণ করেছেন। তা অত্যন্ত সন্তোষজনক বলে তিনি জানাই। সকল কে স্বাস্থ্যবিধি ও সরকার ঘোষিত বিধিনিষেদ মেনে চলতে এবং নিরাপদে থাকতে অনুরোধ করেন।
Discussion about this post