নিজস্ব প্রতিবেদকঃ০৫আগস্ট
বন্দর নগরীর সল্ট গোলা রেল ক্রসিং মোড়ে ট্রাকের ধাক্কায় দায়িত্বরত পুলিশ কং(৩৩০)বন্দর ট্রাফিক বিভাগের সদস্য মোঃখোরশেদ গুরুতর আহত হয়েছেন। আজ ৫আগস্ট বৃহস্পতিবার,দুপুর ১২.৪৫মিঃবন্দরগামী ট্রাক নং নোয়াখালী ট(০৫-০১৮৫) কে থামানোর সংকেত দিলে চালক সহকারী মোঃ মামুন(২৭),পিতা-মোখলেছুর রহমান দ্রুতগামী চালিয়ে ট্রাফিক সদস্য মোঃখোরশেদ কে স্বজোরে ধাক্কা দিয়ে দু’পায়ের উপর দিয়ে চালিয়ে দেন।
এতে দায়িত্বরত পুলিশ সদস্য খোরশেদ সড়কে লুটিয়ে পড়ে যান। তার দু্’পায়ে পাতা সহ আঙ্গুল গুলো তেঁতলীয়ে যাই। আহত পুলিশ সদস্য দ্রুত সু-চিকিৎসার জন্য সিএমপি পুলিশ হাসপাতালে নিয়ে গেছেন বলে টিআই(পুলিশ) হেমায়েদ উল্লাহ জানিয়েছেন।
তিনি আরো জানান, সড়কে দায়িত্ব পালন কালে আহত পুলিশ সদস্য খোরশেদ বর্তমানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে জরুরী চিকিৎসারত আছেন।
আর ঘাতকট্রাক ও চালক সহকারী মামুন(২৭) কে নিকটস্থ বন্দর থানায় আটক করেছেন বলে টিআই (পুলিশ) হেমায়েদ জানান। থানা সূত্রে জানায়, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এদিকে এসময় ঘটনাস্থলে পথচারী, স্থানীয় জনতারা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই স্থানে প্রায় সময়ে ট্রাফিক পুলিশের অসর্তকতা ও যখন-তখন ভূল সংকেতের কারণে দূর্ঘটনা ঘটছে, টিআই ও পুলিশ সার্জনরা বিষয়টি যতাযথ কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দেন না বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
Discussion about this post