নিজস্ব প্রতিবেদকঃ০৪আগস্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত- সরকারের উদ্যোগে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সার্বিক ব্যবস্থপনায় ওয়ার্ড পযার্য়ে কোভিড-১৯ টিকা দান কর্মসূচি আওতায় ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে মর্ডানা (কোভিড-১৯) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়ন লক্ষ্যে তিনটি নির্ধারত স্থান করেছে।
কেন্দ্র গুলো হচ্ছে-তথা আরবান প্রাইমারী হেলথ; কেয়ার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দাতব্য চিকিৎসালয়,সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজে আগামী ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত মোট ৬ দিন যে ভ্যাকসিন ক্যাম্পেইন চলবে উক্ত ভ্যাকসিন ক্যাম্পেইনে অংশগ্রহন করে কোভিড -১৯ টিকা গ্রহন করতে ইচ্ছুক জনতা স্বাস্থ্যবিধি মেনে উপরে উল্লেখিত তিনটি কেন্দ্রে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র প্রদান পূর্বক স্বতসফূর্তভাবে নিবন্ধন সম্পূর্ন করছে।
ইতি মধ্যে অদ্য ৪ আগস্ট ২০২১ইং তারিখে আগামী ৭, ৮ ও ৯ই আগস্ট ২০২১ইং এর জন্য নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে এবং আগামী ৫ আগস্ট ২০২১ইং তারিখ সকাল ১০টা থেকে ১০, ১১, ১২ই আগস্ট ২০২১ইং এর জন্য নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড এর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী মহোদয়ের তত্ত্বাবধানে কাউন্সিলর মহোদ্বয়ের নিজস্ব ব্যবস্থাপনায় উক্ত নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রত্যেক নিবন্ধককারী একটি করে কার্ড প্রদান করা হচ্ছে, উক্ত প্রদানকৃত কার্ডে টিকা কেন্দ্রের নাম, টিকা গ্রহনের তারিখ ও ক্রমিক নং উল্লেখ করা হচ্ছে যা দিয়ে অতি সহজে কার্ড গ্রহনকৃত ব্যক্তি/ব্যক্তিনী তারজন্য নির্ধারিত তারিখে টিকা কেন্দ্র এসে টিকা গ্রহন করতে পারবে।
উক্ত নিবন্ধন কার্যক্রমে আরও সহযোগিতা করছেন ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুফিয়ান সিদ্দিকী, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল হারুন সহ মোঃ সালাাউদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ হারুনুর রশিদ মোঃ শহিদ, ইকবাল বাহার চৌধুরী, মোঃ সোহেল, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, সালেহ মোঃ আসিফ, শহিদুল ইসলাম, মোঃ ইমরান,
মোঃ ইসতিয়াক, নুরুল ইসলাম ফাহিম, মোঃ জাহেদ ও এলাকার সচেতন ব্যক্তিবর্গ।
চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদ্বয়ার শতভাগ জনগনকে কোভিড-১৯ টিকা প্রদানের এই উদ্যেগকে স্বার্থক করা আমাদের দায়িত্ব। তাই আমরা চেষ্টা করছি আমাদের সামর্থের সবটুকু দিয়ে মর্ডানা (কোভিড-১৯) ভ্যাকসিন ক্যাম্পেইন সম্পূর্ন করার।
তাই প্রথম পর্যায়ে আমরা ৪ আগষ্ট থেকে ০৬ আগষ্ট ২০২১ইং সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করছি এবং দ্বিতীয় পর্যায়ে আগামী ০৭ আগষ্ট থেকে ১২আগষ্ট ২০২১ইং পর্যন্ত নিবন্ধনকৃত ব্যক্তি/ব্যক্তিনীদের টিকা প্রদান অব্যহত রাখব এবং যে যেকেন্দ্রে নিবন্ধন করছে তাকে সেই কেন্দ্রেই টিকা গ্রহন করতে হবে।
সকলকে এই ভ্যাকসিন ক্যাম্পেইনে স্বতস্ফূর্ত অংশ ও ভ্যাকসিন গ্রহন ধারা অব্যহত রাখতে কার্যক্রম চলমান রাখার জন্য সরকারের নিকট বিশেষ অনুরোধ জানান।
Discussion about this post