প্রেস বিজ্ঞপ্তীঃ৪আগস্ট
গতকাল (৩আগস্ট )বাদ মাগরিব গহিরাস্থ নিজ বাড়ির মসজিদের সামনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাসান চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
জানাযায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নুরুল আমিন, নূর মোহাম্মদ, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, হাটহাজারী বিএনপি নেতা আব্দুল বাতেন, বিএনপির স্থানীয় নেতা মুসলিমউদ্দিন,রমিজ উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, শফিউল আজম, শফিউল আলম ও মোঃ এনাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের পক্ষে ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে হাসান চৌধুরী কবরে পুষ্পস্তবক অর্পণ সহ গভীর শোক প্রকাশ করা হয়।
উল্লেখ্য গতকাল৩ আগস্ট ইম্পেরিয়াল হাসপাতালে করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।
Discussion about this post