বিশেষ প্রতিবেদকঃ০৪আগষ্ট
মহামারী”করোনাভাইরাস” প্রতিরোধ ও মোকাবিলায় মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে ১২সদস্যর কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।এ কমিটি কে ৬টি দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার(০২আগস্ট) এই বিষয়ে মন্ত্রনালয় থেকে পরিপত্র জারি করে কমিটি গঠন করা হয়।কমিটিতে সাধারণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সভাপতি,মহিলা কাউন্সিলর(সংরক্ষিত)সহ-সভাপতি এবং ওয়ার্ডের সচিব কে করা হয়েছে করোনা প্রতিরোধ কমিটির সচিব ।
বাকি ৯সদস্যরা হলেন-১জন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,১জন স্কুল গর্ভনিং বডির সদস্য,১জন মহিলা সমাজসেবী,১জন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা(আঞ্চলিক অফিস),১জন সহকারী সমাজ কল্যান কর্মকর্তা(আঞ্চলিক অফিস),মসজিদের ইমাম ১জন,স্বেচ্ছাসেবী ১জন(স্কাউট,গার্লস গাইড, বিএনসিসি,এনজিও প্রতিনিধি) এবং ২জন সমাজসেবী অথবা স্থানীয় গন্যমান্যব্যক্তি নিয়ে গঠিত হবে ।
এ কমিটি জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সহায়তা প্রদান, টিকা প্রদানে উদ্বুদ্ধকরণে কাজ করবে।করোনা মোকাবিলায় শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান উপলক্ষে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তাবিত কমিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতা, স্বাস্থ্য, যুব, কৃষি, আনসার ভিডিপির মাঠ পর্যায়ের কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, হাট-বাজার সমিতির নেতাসহ সংশ্লিষ্টরা অন্তর্ভুক্ত হবেন।
এছাড়া এই কমিটি সর্বস্তরের জনগণ কে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক পরিদানে উৎসাহ সৃষ্টি,জন সমাগম এড়ানো,চায়ের দোকানে আড্ডা,ভিড় পরিহার করা,চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সহায়তা প্রদান,টিকা গ্রহণে উদ্বুদ্ধকরা, ভ্যাকসিনেশনে উদ্বুদ্ধকরা এবং বয়স্ক লোকদের টিকা গ্রহণের ব্যাপারে সহায়তা করা, টিকা সেন্টারের ব্যাপারে সঠিক তথ্য দেওয়া ও স্বাস্থ্যসেবা-টিকা সুরক্ষা এ্যাপে টিকা নিবন্ধনে উৎসাহ প্রদান এবং সহায়তা করা সহ ইত্যাদি বিষয়ে পাবলিক স্পটে প্রচার-প্রচারণা করা, হাটবাজার এলাকায় মাইকিং করা।
Discussion about this post