মিডিয়া সংবাদ/ প্রেস বিজ্ঞপ্তীঃ৩আগস্ট
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ চট্টগ্রাম এর সভাপতি, লায়ন্স ক্লাব ডিষ্টিক ৩১৫ বি ৪ এর জোন চেয়ারম্যান ও এপেক্স ক্লাব অব চট্টগ্রাম এর সাবেক সভাপতি, কুমিল্লা জেলা সমিতি পৃষ্ঠা পোশক সদস্য ও ক্রীড়া সম্পাদক ,
চৌদ্দগ্রাম থানা জনকল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন সাইফুল ইসলাম মজুমদারের পিতা-হাজী সিরাজুল ইসলাম মজুমদার বয়স(৯০)ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে৯টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে….. রাজিউন)।
আজ মঙ্গলবার বাদে আসর নিজ গ্রাম আকদিয়া মজুমদার পাড়া, গুনবতী, চৌদ্দগ্রাম, কুমিল্লা জানাজা অনুষ্ঠিত হবে সবাই দোয়া করবেন। মরহুম সিরাজুর মৃতু্্যুতে যুগান্তর স্বজন সমাবেশ চট্টগ্রাম জেলা ও বিভাগীয়, সকল থানা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দরা সকলেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
Discussion about this post