প্রতিনিধির খবরঃ০২আগষ্ট
চট্টগ্রামের বোয়ালখালীতে এক সন্তানের জননীকে কক্ষে আটকে রেখে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার ৩১ জুলাইবিকেলে উপজেলা সদরের মীরপাড়ার জাহান ম্যানশনের ১টি ফাঁকা কক্ষে ধর্ষণের শিকার হন ওই জননী। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৩জনকে আসামী করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা সদরের মীরপাড়ার বদি আলমের ছেলে কামাল হোসেন প্রকাশ ধামা কামাল, নুরুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন ও সারোয়াতলী খিতাপচর ৫নং ওয়ার্ডের আবুল বশরের স্ত্রী রোকেয়া বেগম।
মামলার বাদী জানান, শনিবার বিকেলে তার ৭ মাসের কন্যা সন্তান অসুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করতে এসে পূর্ব পরিচিত রোকেয়া বেগমের কাছে ফোনে ২ হাজার টাকা ধার চান। রোকেয়া বেগম রফিক নামের এক ব্যক্তির মাধ্যমে জাহান ম্যানশনের ভাড়া বাসায় নিয়ে যান।
এসময় রোকেয়া বেগম এবং ওই এলাকার কামাল হোসেন প্রকাশ ধামা কামাল ও গিয়াস উদ্দিন নামের দুই ব্যক্তি পাশের একটি ফাঁকা কক্ষে নিয়ে যান। তারা হাতের মোবাইল ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে তারা চড় থাপ্পড় মারতে থাকে এবং রোকেয়া বেগম কক্ষ থেকে বের হয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। এরপর ওই দুইজন পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে পার্শবর্তী লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ আিভযান চালিয়ে আসামীদের চিহ্নিত ও গ্রেফতার করেছে। আজ রবিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post