প্রেস বিজ্ঞপ্তীঃ৩১জুলাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে নগর জুড়ে নিয়মিত ভাবে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম চলছে।
৩১ জুলাই সন্ধ্যায় পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ বহদ্দার হাট মোড় এবং চান্দগাঁও ওয়ার্ডস্থ সিএন্ডবি মোড় এলাকায় নিম্নজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আ জ ম নাছির উদ্দীনের পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এই খাবার বিতরণ করেন।
এই সময় নগর আওয়ামী লীগের নেতা মো ইসা, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নূর মোহাম্মদ নূরু, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রশিদ লোকমান, আবুল কালাম কন্ট্রাকটর,হুমায়ুন কবীর, আবু সাইয়িদ, হেলাল, মো খসরুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসুচির উল্লেখ্য দুইটি স্থানে ৫ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
Discussion about this post