ডেস্ক নিউজঃ৩১জুলাই
আগামী রোববার (১ আগস্ট) থেকে চলমান বিধিনিষেধের (লকডাউন) বাইরে থাকবে রফতানিমুখী শিল্পকারখানা।
শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।
উল্লেখ্য, কোরবানির ঈদের পর গত ২৩ জুলাই থেকে জারি হওয়া কঠোর বিধিনিষেধে দেশের সব শিল্প-কারখানা বন্ধ রয়েছে। তবে কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা।
Discussion about this post