বিশেষ প্রতিনিধির খবরঃ২৯জুলাই
নগরীর পতেঙ্গা মাইজপাড়া এলাকায় মাবুদের টমটম গ্যারেজে অবৈধ টমটম চার্জ দেওয়ার সময় এক যুবকের মৃত্যু হয়,এর সাথে আরো ১০ জনকে গ্রেফতার করেন পতেঙ্গা থানা পুলিশ। মৃত যুবকের নামে মোঃ হান্নান (২৬) বলে প্রতিবেশীরা জানিয়েছেন্।
আজ ২৯ জুলাই বৃহস্পতিবার আনুমানিক প্রায় রাত্র ৩ টা দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে থানা সূত্রে জানা গেছে। পতেঙ্গা মডেল থানা খবর পেয়ে মৃত যুবকের লাশ উদ্ধার করে ,পরে ময়নাতদন্তের জন্য লাশটি মরগে পাঠানো হয়। মহামারী করোনা ভাইরাস চলাকালীন সময় সকল গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। যেখানে সকল সিটি সার্ভিস বাস বন্ধ, কিছু অসাধু নামধারি ব্যাটারী চালিত টমটম চালিয়ে আসছে ।
পতেঙ্গা কাঠগড়,স্টিল মিল এলাকায় অবৈধভাবে মাইন্দ্র এস পাওয়ার ও ব্যাটারী চালিত টমটম ওঅটো রিস্কা চালানোর বানিজ্যিক চলছে। সরকার ঘোষণা দিয়েছে সকল গণপরিবহন বন্ধ, এবং সকল ব্যাটারী চালিত অটোরিকশা ও টমটম সরকার বন্ধ ঘোষণা করেছে। অবৈধ টমটম বৈধ করে নিজের নামে চালিয়ে আসছে,অবৈধব্যাটারী চালিত টমটম চালিয়ে দিন দিন দুর্ঘটনার শিকারে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে।
এলাকাবাসী জিজ্ঞাসা,অবৈধ টমটমের ব্যাটারী চালিত টমটম বন্ধ করা ঘোষনা হলেও কি করে থানা এলাকায় চলাচল করছে তা উচ্চ প্রশাসন জানা জরুরী।তারা অতিদ্রুত অবৈধ ব্যাটারী চালিত টমটম, মাহিন্দ্র,এস পাওয়ার এবং ব্যাটারি চালিত অটো রিস্কা বন্ধ করা করতে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করছেন। আর যেন কোন নিরীহ জনগন কে এভাবে অকালে প্রাণ দিতে না হয়।
Discussion about this post