বিশেষ প্রতিবেদনঃ২৯জুলাই, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মশানিধনে শীঘ্রই নগরীতে এডাল্টিসাইট (কালো তেল) ছিটানোর পাশাপাশি ফগার মেশিনের সাহায্যে ওষুধ স্প্রে করা হবে। তিনি বলেন, করোনাকালে পোশাক পরিচ্ছদের পাশাপাশি মাস্ক পরিধানও অপরিহার্য। বর্তমানে কোভিডের যে ঊর্ধ্বগমন তাঁর জন্য আমাদের নাগরিক অসচেতনতা অনেকাংশে দায়ি।
গতকালও চট্টগ্রামের মহানগরে মৃত্যুবরণ করেছে ৯ জন। কাজেই কঠোর বিধি নিষেধ মেনে চলার বিকল্প নেই। না হয় আমাদের বড় ধরণের মাশুল দিতে হবে।
তিনি গতকাল বুধবার সকালে আন্দরকিল্লাস্থ পুরতান নগর ভবন চত্বরে বিভিন্ন মাকের্টের ১শত ৫০জন শ্রমিক ও টাগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ে ১ শত প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্য সহায়তা প্রদানকালে প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, অধ্যাপক ড. মো.মাসুম, নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের, সেন্টার ফর ডিজেবল কনসার্ণ (সিডিসি) এর নির্বাহী পরিচালক লুৎফুন্নেছা রূপসা, উম্মে হাবিবা আঁখি প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। যে কারণে সিটি কর্পোরেশনের পক্ষ হতে প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিনের নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির তত্তাবধানে নগরীর ৪১টি ওয়ার্ডে ৩০ থেকে ৪০ জন স্বেচ্ছাসেবক আজ থেকে নগরবাসীকে সচেতন করতে মাঠে কাজ করবে।
তিনি বলেন, ইতোমধ্যে নগরীতে সাড়ে ৪ লাখ মানুষকে কোভিডের টিকা প্রদান করা হয়েছে, যা এখনো চলমান আছে। কাজেই করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ বাড়ির আঙ্গিনা, আশপাশ, রেফ্রিজেরেটরের ট্রে, ফুলের টবে জমে থাকা পানি পরিস্কার রাখতে হবে। কারন স্বচ্ছ পানিতে এডিস মশার বংশ বিস্তারের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় মেয়র এ সংকটকাল উত্তরণে সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়াও কোভিড পজেটিভ হলে নগরীর লালদিঘী পাড়স্থ কর্পোরেশন স্থাপিত আইসোলেশান সেন্টার থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহনের আহবান জানান তিনি।
Discussion about this post