পটিয়া প্রতিনিধিঃ২৯জুলাই
চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের শ্রীমতি মন্দির এলাকায় মুরগির খামার থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় বিষ্ণু দাশের মুরগির খামার থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ হাইদগাঁও শ্রীমতি মন্দির এলাকায় বিষ্ণু দাশের একটি মুরগীর খামার রয়েছে। খামারের পাশ ঘেঁষে রয়েছে শ্রীমতি খাল।
চলতি বর্ষা মৌসুমে পাহাড়ের পানি শ্রীমতি খাল দিয়ে চলাচল করে। ধারণা করা হচ্ছে- পাহাড় থেকে সাপটি বৃষ্টির পানিতে নেমে এসেছে। স্থানীয় লোকজন অজগরটি উদ্ধার করে বন বিভাগকে খবর দিলে সাপটি শ্রীমাই বন বিটের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
সাপ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন বিভাগের শ্রীমাই বিট কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দীন, মো. হালিম, বন বিভাগের হেডম্যান মহিউদ্দিন, বোরহান সিকদার ও জেবল মুল্লুক।
দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জার মিজানুর রহমান সংবাদ মাধ্যম কে বলেন, মুরগীর খামার থেকে উদ্ধার করা ১৫ ফুট লম্বা অজগর সাপটি শ্রীমাই পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।
Discussion about this post