প্রেস রিলিজ:২৮জুলাই
নগরীর ১০নং ওয়াড এলাকায় লকডাউনকালীন সময়ে অসহায়- গরীব দুঃস্থ ও শিশুদের মাঝে খাবার বিতরণ করেন চট্রগ্রাম মহানগর নাগরিক ঐক্য। নগর নাগরিক ঐক্যর পক্ষ থেকে লকডাউনকালীন খাবার বিতরন কালে উপস্থিত ছিলেন এডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন , এডভোকেট নুর মোহাম্মদ, গিয়াসউদ্দিন, মোঃ আসলাম, সাজ্জাদ, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য বিতরনের এডঃ জাহিদ বলেন ,এই দূর্দিনে অত্র এলাকায় ক্ষমতাসীন দলের লোকজনকে কেউ দেখতেপাই নি এবং অসহায় গরীব দুঃখীদের দিকে একটু ফিরে থাকাচ্ছেন বলে অভিযোগ করেন। অনাহারে মানুষ আত্মহত্যা করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশ এখন দূর্ভিক্ষে “৭৪”কে ও ছাড়িয়ে গেছে বলি এডভোকেট জাহিদ অভিমত প্রকাশ করেন।
একদিকে করোরায় হাসপাতালে কোন জায়গা নেই , অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। প্রায় পৌনে দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আর অন্যদিকে সরকার দলীয় নেতারা কুরবানীতে তো সিন্ডিকেট করে চামড়া শিল্পকে ধ্বংস করে গরীব দুঃখীদের হক মেরে দিয়েছে।
দ্রব্যমূল্য লাগামহীন বাড়ে বেড়ে চলছে । চিনি কেজি ৮৫ টাকা ,তেল ১৫০ টাকা । কর্মহীন করে অসহায় গরীব দুঃখী দের অনাহারে মারার লকডাউনের কোন যৌক্তিকতা নেই এটা নিঃসন্দেহে চরম অমানবিকতা ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।
নাগরিক ঐক্য সরকারের কাছে দাবি করেন যে,ঘরে ঘরে খাবার পৌঁছে দিন অন্যথায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। সাধারণ মানুষ ক্ষেপে উঠছে।
Discussion about this post