প্রেস বিজ্ঞপ্তীঃ২৭জুলাই
নগরীর ইপিজেড থানাধীন (তালতলাস্থ)ঐতিহ্যবাহী”দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়”এর মাঠের পার্শ্বে খালি জায়গায় সামাজিক ও সেবামলূক সংগঠন সম্যক প্রচেষ্টার বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করেছেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন।এসময় সম্মানিত অতিথি হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল।
গত ২৩জুলাই বৃক্ষ রোপন কার্যক্রমের আয়োজক কমিটির নেতৃবৃন্দরা এসময় স্বক্রিয় উপস্থিত ছিলেন। সংগঠন টি করোনাতে ফ্রি রোগি সেবা, রক্তদান, রক্তের গ্রুপিং এবং অক্সিজেন সেবা ওঅসহায় রোগিদের চিকিৎসা সেবা পৌছে দিতে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী সাহাব উদ্দিন, তাদের কর্মকান্ড দেখে খুবই সন্তোষ্টি প্রকাশ করেন এবং সমাজের ভালো কাজে যুব-ছাত্র সমাজ কে সম্পৃক্ত করতে অনুরোধ জানান।
Discussion about this post