নিজস্ব প্রতিবেদকঃ২৭জুলাই
চট্টগ্রাম র্যাব-৭, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর পতেঙ্গা মডেল থানাস্থ এয়ারপোর্ট ভিআইপি রোড এলাকায় অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাইমাল ডিজেল, অকটেন ও মবিল মজুদ করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল ২৬জুলাই রাত্র আনুমানিক সাড়ে টার দিকে বর্ণিত স্থানে অভিযান করে র্যাব ২জন চোরাকারবারী সদস্য কে ধৃত করেন।
র্যাবের নিকট আটক কৃতরা হলেন ১। মিন্টু বড়ূয়া (৩০), পিতা-রুপন বড়–য়া, সাং-হারুয়াল ছড়ি, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- বন্দরটিলা, বক্স আলী মুন্সি রোড,থানা-ইপিজেড এবং ২। মোঃ শওকত(৩৬), পিতা-মোঃ আবুল হাসান,সাং-ভেদভেদী, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে টিনের ড্রাম ও প্লাস্টিকের কন্টেইনার হতে ২,০৭৫ লিটার চোরাইকৃত তেলউদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বিদেশ আগত শীপ হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল, অকটেন ও মবিল ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃতচোরাইকৃত ডিজেলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের পতেঙ্গা থানায় হন্তান্তর করা হয়েছে বলে র্যাবের মিডিায়া অফিসার মোঃ নূরুল আবছার সংবাদ মাধ্যম কে এক প্রেস বার্তায় জানিয়েছেন।
খবরের ভিডিও আছে…ছবি ওতথ্য-র্যাব-৭
Discussion about this post