ডেস্ক নিউজঃ২৫জুলাই
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০১ জন। করোনা শনাক্তের হার প্রায় ৩৮ দশমিক ৫৪ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ হাজার ৩৬৩ জনে।
চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। রবিবার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চট্টগ্রামের নয়টি ল্যাবে দুই হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৬৯ জন ও বিভিন্ন উপজেলার ৩৩২ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ জনের নমূনা পরীক্ষায় ৩৯ জন, এন্টিজেন টেস্টে ৮৬৩ জনের নমুনা পরীক্ষায় ৩২৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৩৬৩ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৬ হাজার ৯০৯ জন। আর বিভিন্ন উপজেলার ১৮ হাজার ৪৫৪ জন।
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৪৩ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৪২ জন। এর আগে, শনিবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ছয়জন। আর আক্রান্ত হয়েছিলেন ৩০১ জন।
Discussion about this post