প্রেস বিজ্ঞপ্তীঃ২০জুলাই
ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের আওতাধীন চিটাগাং প্রেসিডেন্সি লায়ন্স ক্লাবের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
চিটাগাং প্রেসিডেন্সি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মাহামুদ হাসানের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন স্থপতি রিদওয়ানুল হকের সঞ্চালনায়ে সম্প্রতি সম্পন্ন হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪’র গভর্নর লায়ন আল সাদাত দোভাষ।
বিশেষ অতিথি ছিলেন জেলা ৩১৫-বি৪’র সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু, হাটহাজারীর ১১ নম্বর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম, প্রেসিডেন্সি লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন হারুন ইউসুফ।
উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন কুতুব উদ্দিন, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ, লায়ন মহসিন আলী, লায়ন ডা. রেজাউল ইসলাম, লায়ন হোসাইন তৌসিফ আহমেদ, লায়ন মো. কায়সার চৌধুরী, লায়ন মীর মো. মোজাফফর, লায়ন আদনান পাশা প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ফতেহপুর ইউনিয়ন পরিষদ, মরহুম আলহাজ কিবরিয়া স্মৃতি পরিষদ এবং স্টান্ডার্ড ব্যাংক লি., চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
Discussion about this post