সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণে বাংলাদেশিসহ সব জাতীয়তার নাগরিকদের পাঁচ বছরের ভ্রমণ ভিসা দেওয়া হবে। সোমবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক পোস্টে এ কথা জানান ইউএইর ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
টুইটারে তিনি লেখেন, “আজ থেকে আমরা ভ্রমণ ভিসা ইস্যু করার পদ্ধতিতে পরিবর্তন এনেছি। এখন থেকে সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছরের ভ্রমণ ভিসা দেওয়া হবে। এই ভিসায় একাধিকবার যাতায়াত করা যাবে।”
মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আরও লেখেন, “আমাদের দেশে প্রতিবছরে ২ কোটি ১০ লাখ পর্যটক আসছেন। আমরা ইউএই’কে পর্যটকদের জন্য একটি আন্তর্জাতিকমানের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।
Discussion about this post